বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্সকে দল থেকে বহিস্কার করা হয়েছে। মহানগর আ’লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে এই তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।
শহরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স ও তার দুই সহযোগী সবুজ ও রিয়াজকে শুক্রবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি কারখানা থেকে গ্রেপ্তার করে কোতয়ালি পুলিশ। পরে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় তাদের তিনজনকে আদালত কারাগারে প্রেরণ করেন।
গ্রেপ্তারের এই বিষয়টি অনলাইন সংবাদমাধ্যমসহ পত্র-পত্রিকায় প্রকাশ পেলে মহানগর আ’লীগ আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রিয়া জানালো জগলুল মোরশেদ প্রিন্সের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণের মধ্যদিয়ে।
সংগঠনের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- ওয়ার্ড আ’লীগ নেতা জগলুল মোরশেদ প্রিন্স দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।