জাকারিয়া আলম দিপু:::বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন গৌরবদীপ্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ শে মার্চ)। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহিদের আত্মদান আর দুই লাখ মা বোনের ত্যাগ-তিতিক্ষা আর কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস।
বরিশালে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ২০২৩ এর শুভ সূচনা করা হয়। দিনভর নানা আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। ব্যতিক্রম উদ্যোগে ইয়ামাহা রাইডার ক্লাব বরিশাল – এর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাইওয়ে তে সকল মোটরসাইকেল বাইকারদের জন্য একটু বন্ধুত্ব সুলভ আচরণ এবং ঈদে নিরাপদে বাড়ি ফেরা। বাইকার চালক ভাই ভাই নিরাপদে বাড়ি যাই স্লোগানে ওয়াইআরসি বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের ভারি যানবাহন চালক,ট্রাফিক পুলিশ ও শ্রমজীবী মানুষের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার বিতরণ ও রাস্তায় নিরাপদে সড়কে চলাচলে সচেতনতা প্রচারণা করে।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক(ইন্জিঃ) মোঃ জিয়াউর রহমান।
আরো উপস্থিত ছিলেন ইয়ামাহার এসআর টিও মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র সাভিস ইঞ্জিনিয়ার রিতিক রায়, ইয়ামাহার ডিলার মেসার্স রাতুল অটো স্বত্বাধিকারী মোঃ আব্দুল ছালাম হাওলাদার, ইয়ামাহা রাইডার ক্লাব বরিশালের এডমিন জি এইচ রিমন, মডারেটর ফজলে রাব্বিসহ সদস্যবৃন্দ।