বরিশালের সন্তান ড. খঃ মহিদ উদ্দিনসহ ১১ জনকে ডিআইজি পদমর্যাদায় বদলি

লেখক:
প্রকাশ: ৬ years ago

পুলিশের ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি পূর্বক নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বরিশাল সিএন্ডবি রোড এলাকার বাসিন্দা পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন।

তাকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) সংযুক্ত করা হয়েছে। ইতিপূর্বে তিনি পরপর দুইবার জাতিসংঘের শান্তিরক্ষি মিশনে অংশ নিয়েছেন। একইসাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, নরসিংদি ও নারায়নগঞ্জ জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। পাশাপাশি পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং এন্ড স্পোর্টস) ও অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক) শাখায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

ড. খঃ মহিদ উদ্দিন ছাড়াও ডিআইজি পদ পাওয়া বাকি ১০ জন হলেন, সিআইডি’র ডিআইজি মোঃ লুৎফর রহমান মন্ডলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি, এসবি’র ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশ’র ডিআইজি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আলমকে সিআইডি’ ডিআইজি (চলতি দায়িত্বে), এসবি’র অতিরিক্ত ডিআইজি মোঃ তওফিক মাহবুব চৌধুরীকে এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত) কৃষ্ণ পদ রায়কে একই ইউনিটের অতিরিক্ত কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) টিআর পদে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ার হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে আরএমপি’র পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেনকে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) রাখা হয়েছে।