বরিশালের মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে।

হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী গণমাধ্যমকে জানান।

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার সময় স্কুলে যাওয়ার পথে একই এলাকার জামাল বেপারীর বখাটে ছেলে জুয়েল বেপারী উত্তরচরের রাস্তা থেকে তাকে জোরপূর্বক বাগানে নেওয়ার জন্য টানা-হেচড়া করে।

এতে স্কুল ছাত্রীর হাতে প্রচন্ড আঘাত পেয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটে জুয়েল দৌড়ে পালিয়ে যায়।

পরে স্কুল ছাত্রীর বাবা মিজানুর রহমান তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শাহীন খান বলেন, এই ঘটনার অভিযোগ পেয়েছি। বখাটে জুয়েল বেপারীকে আটকের জন্য চেষ্টা চলছে।