বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল জেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন(ইন্না ইল্লাহি ওয়া ইন্নালিহির রাজেউন)।
রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থা আজ মঙ্গলবার (০৯ ফেব্রয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কুতুব উদ্দিন আহম্মেদ ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এম,পি।
এক শোক বার্তায় মুক্তিযোদ্ধা কমান্ডারম বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার শেখ সাইদ আহম্মেদ মান্নার পিতা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার এ সদস্য।
সরকারী হাতেম আলি কলেজ প্রাঙ্গনে তার জানাযার নামাজ আদায় করা হবে।