বরগুনা জেলার আমতলী উপজেলার সাবেক ইউপি সদস্য ও প্রবীন রাজনীতিবিদ মো. শাহ আলম তালুকদার (আলম সেক্রেটারী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২১ জুলাই) অসুস্থতাজনিত কারণে চিকিৎসার উদ্দেশ্যে আমতলি থেকে বরিশাল নেওয়ার সময় মহিষকাটা বাজারে দুপুর ১.৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর ।
তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।