বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা::সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারি ধারাবাহিকতায় আজ ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি বরিশাল এর সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল প্রশান্ত কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, সংস্কৃতিজন সৈয়দ দুলালসহ বিভিন্ন জেলা থেকে আগত বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন। এসময় অনলাইনের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিযোগিদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। (ক) (খ) ২ টি গ্রুপে তিনটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একক আবৃত্তি, একক সঙ্গীত এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।