#

বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

নতুন বছরের প্রথম দিন রোববার সন্ধ্যায় রাজধানীর ডাক অধিদফতর মিলনায়তনে এ ডাক টিকিট অবমুক্ত করেন তিনি।

এ সময় ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘরে এ স্মারক ডাক টিকিট বিক্রি করা হবে।

ডাক টিকিট অবমুক্ত করে মোস্তাফা জব্বার বলেন, ‘বাঙালি জাতি, ধর্ম ও বর্ণের সবচেয়ে বড় সেতুবন্ধন হচ্ছে বাংলা নববর্ষ। এ অঞ্চলের মানুষ শত বছর ধরে বাংলা নববর্ষ উদযাপন করে আসছে। আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়ায় নানা আয়োজনে এ দিবসটি নিজস্ব বৈশিষ্ট এবং জীবন যাপনের ধারায় মিল রেখে উদযাপন করা হচ্ছে।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র বক্তব্য দেন। পরে বাংলা নববর্ষ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন