বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাঁচুড়িয়া খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

লেখক:
প্রকাশ: ৫ years ago

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাঁচুড়িয়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচুড়িয়া খাল দিয়ে জাতির পিতা নৌকায় চড়ে গোপালগঞ্জ শহরে আসা-যাওয়া করতেন।

 

 

তিনি এই খাল দিয়ে গোপালগঞ্জ আদালতে আসতেন, মামলায় হাজিরা দিয়ে আবার নৌকায় করে টুঙ্গিপাড়ায় ফিরে যেতেন। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাঁচুড়িয়া খালের খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

 

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য ২ হাজার ২শ’ কোটি টাকার বেশি ব্যয় করে দেশের ৬৪ জেলায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি জেলার খাল পুনঃখনন করা হবে। একই সঙ্গে সরকারি জমি উদ্ধারেও কাজ চলমান থাকবে।’

 

 

এর আগে প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

 

 

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী আবদুল একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হেকিম, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন।