দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ছেড়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এ সংক্রান্ত আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে।
ড. শাম্মী বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী ছিলেন। যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিনি। আপিলের শুনানি হবে আগামীকাল বুধবার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হয়। ড. শাম্মী গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। তখনও তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।
এ বিষয়ে ড. শাম্মী আহম্মেদ বলেন, ‘২৮ নভেম্বর অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের আবেদন করি।’
অস্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে জানিয়ে ড. শাম্মী আহম্মেদ বলেন, ‘যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন। তাই বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করবনা।’
ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী মনোনয়নপত্র জমা দেন। নিয়মানুযায়ী তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোঁকা দিতে তিনি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই।’
উল্লেখ্য হিজলা-মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের একাংশের সঙ্গে বিরোধের জেরে দলীয় পদ হারানো পঙ্কজ নাথ দলেরও মনোনয়নবঞ্চিত হন। নৌকার মনোনয়ন পান ড. শাম্মী আহমেদ। শেষ দিন বিকেলে পঙ্কজ নাথ অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।