প্রবাসী যাত্রীদের কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক

লেখক:
প্রকাশ: ৪ years ago
করোনা শনাক্ত

প্রজ্ঞাপন জারির মাধ্যমে দু একদিনের মধ্যেই, বিদেশ থেকে আসা সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) এ তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন বিমানবন্দরে শিগগিরই নতুন করে বসতে যাচ্ছে আরো চারটি থার্মাল স্ক্যানার।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।

এসময়, বিমানবন্দর পরিচালক জানান, শুধু প্রজ্ঞাপন নয়, বরং যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে বাড়াতে হবে নার্স ও চিকিৎসক। বৈঠকে করোনার দ্বিতীয় সংক্রমণ মোকাবিলায় বিমানবন্দরের প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করেন নীতিনির্ধারকরা।