পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন ইট ভাটার মালিককে জরিমানা

:
: ৫ years ago

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ আইন অমান্য করে ইটভাটা করায় তিনটি ইট ভাটার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও কাচা ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়।

শুক্রবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদে এ জরিমানা আদায় করেন ও কাচা ইট পানি দিয়ে নষ্ট করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমিতে সরকারি অনুমোদন বিহীন চিমনি ব্যবহার না করে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে উপজেলার পাতাকাটা গ্রামে জলিল মৃধার ব্রিক ফিল্ডে ২০ হাজার, সোনাখালী গ্রামে ই এফ কে ব্রিক ফিল্ডের মালিক পক্ষের মো. কবির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই অভিযোগে উপজেলার পাচঁশত কুড়া গ্রামে সামীম মৃধার মালিকাধীন এম এ বি ব্রিক ফিল্ডে কাউকে পাওয়া না যাওয়ায় পানি দিয়ে ৫০ হাজার কাচা ইট বিনষ্ট করা হয়।

তিনি আরো জানান, অনুমোধন ছাড়া ইট ভাটার বিরোদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।