পরীক্ষা বর্জন স্থগিত কোটা সংস্কার আন্দোলনকারীদের

লেখক:
প্রকাশ: ৭ years ago

পবিত্র রমজান ও সেশনজট বিবেচনায় পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছেন কোটা সংস্কার আন্দোলকারীরা। তবে কোটা বাতিলে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এর আগে, গত ১৪ মে শাহবাগের অবরোধ স্থগিত করে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।