পরমাণু ইস্যুতে কথা বলতে প্রস্তুত ইরান, তবে পশ্চিমাদের চাপে নয়

:
: ৩ years ago

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তার সরকার ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে সংলাপে ফেরার পরিকল্পনা করেছে তবে ‘চাপের মুখে’ কোনো আলোচনা হবে না। শনিবার রাতে দেশের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর রয়টার্সের।

পশ্চিমাদের চাপকে অগ্রাহ্য করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, নতুন সরকার নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে চায়, তবে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

২০১৫ সালের পরমাণুবিষয়ক চুক্তি নিয়ে কথা বলতে চায় ইরান। তিনি আরও বলেন, ইস্যুটি নিয়ে কথা বলা আমাদের এজেন্ডায় রয়েছে। তবে আমরা আমাদের লক্ষ্যকে কেন্দ্র করেই এগোবো, ইরানিয়ানদের ওপর থেকে নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়।

এর আগে ফ্রান্স এবং জার্মানি ইরানকে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার আহবান জানায়।

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের সম্পাদিত ঐতিহাসিক পরমাণু চুক্তি রুহানির সবচেয়ে বড় অর্জন ছিল। এখন এ চুক্তি পুনরুজ্জীবিত করার দায়িত্ব রাইসির কাঁধে।