#

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় আহত শেহরিন আহমেদ আজ বাড়ি ফিরবেন। আজ সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে বলে জানা গেছে।

ঢামেকের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন জানান, শেহরিনের শরীরের দগ্ধ স্থানে অস্ত্রোপচারের মাধ্যমে লাগানো চামড়াও শুকিয়ে গেছে। এখন তিনি সুস্থ রয়েছেন। তবে চলে যাওয়ার পর আমরা তার খোঁজ খবর রাখবো।

তবে চিকিৎসাধীন এ্যানির ব্যাপারে এখনও কিছু বলতে পারেননি তিনি। কারণ এ্যানি ট্রমায় ভুগছেন। তাই তার আরও চিকিৎসা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

গত ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুরে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫০ যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন