নেইমার-এমবাপেকে নিয়েই মাদ্রিদে পিএসজি

:
: ৫ years ago

উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের শুরুটা দুর্দান্ত হয়েছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর। ইউসিএল ইতিহাসের সেরা দল রিয়াল মাদ্রিদের গ্রুপে থেকেও ৪ রাউন্ড শেষে সবকয়টিতে জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি।

এবার গ্রুপের পঞ্চম ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে তারা। আজ (মঙ্গলবার) রাতে রিয়ালের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি খেলবে পিএসজি। এরই মধ্যে রিয়ালে পৌঁছেছে ক্লাবটি।

এ ম্যাচের জন্য নিজ দলের সেরা তারকাদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছেন পিএসজি কোচ থমাস টুখেল। যেখানে রয়েছেন তিন ফরোয়ার্ড এডিনসন কাভানি, নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মার্কো ভেরাত্তি।

তবে ইনজুরির কারণে স্কোয়াডে নেই মিচেল বাঁকের, মারসিন বালকা, এরিক ম্যাক্সিম, অ্যান্ডার হেরেইরা, থিলো খেরের, লাভভিন কুরজোয়া এবং লইস সোহ।

রিয়ালের বিপক্ষে ম্যাচে পিএসজি স্কোয়াড
আদিল আউচিচ, হুয়ান বার্নাট, এডিনসন কাভানি, কলিন দাগবা, অ্যাঞ্জেল ডি মারিয়া, আবদু দিয়ালো, হুলিয়ান ড্রাক্সলার, গ্যারিসোন ইনোসেন্ট, প্রেসনেল কিমপেম্বে, ইদ্রিসা গুইয়ে, মাউরো ইকার্দি, টাঙ্গু কুয়াসি, মারকুইনহোস, কাইলিয়ান এমবাপে, থমাস মিউনার, কেইলর নাভাস, নেইমার জুনিয়র, লিওনার্দো পারেদেস, সার্জিও রিকো, পাওলো সারাভিয়া, থিয়াগো সিলভা এবং মার্কো ভেরাত্তি।