নীরবে কর্মহীন ৯ পরিবারের আহার্য পৌঁছে দিলেন বরিশালের জেলা প্রশাসক।

লেখক:
প্রকাশ: ৫ years ago

দুই সন্তানের জননী হালিমা বেগম বলেন, আমার স্বামী নেই খুব কষ্ট করে দুই সন্তানের মুখের খাবার যোগায় কিন্তু আজ কদিন হলো তাও ঠিক মতন পারছিনা শুনলাম ডিসি স্যার সাহায্য দেয় তাই এক ভাইয়ের মাধ্যমে ডিসি স্যাররে জানাইলাম আর জানানোর সাথে সাথে ডিসি স্যার আমাদের জন্য সাহায্যে পাঠাইয়া দিছে। এভাবেই সাহায্য পেয়ে বলতে ছিলো হালিমা বেগমসহ অন্যরা। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে বরিশালের জেলা প্রশাসন এর কর্মকর্তারা নির্ঘুম রাত কাটাচ্ছে পাশাপাশি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী।

বরিশালে প্রতিদিন হাজারো কর্মহীন খেটে-খাওয়া মানুষের আহার্যের ব্যবস্থা করছেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। আজ ৫ এপ্রিল রবিবার রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান তার প্রতিনিধির মাধ্যমে নগরীর ভাটিখানা এলাকার শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন ৯ টি নিম্নআয়ের খেটে খাওয়া পরিবারের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এস এম রবিন শীষ এর মাধ্যমে প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল এবং একটি সাবান ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া হয় ত্রাণ সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরে পরিবারের সদস্যরা।