নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান মুজিবুর রহমান

লেখক:
প্রকাশ: ৭ years ago

জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত সচিব মুজিবুর রহমান হাওলাদার। মুজিবুর রহমানের পিআরএল বাতিল করে তিন বছরের জন্য এ নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

যোগদানের তারিখ থেকে এ নিয়োগ আদেশ কার্যকর হবে। সচিব পদমর্যাদা ও বেতনে মুজিবুর রহমান কমিশনের চেয়ারম্যান পদে এ নিয়োগ পেয়েছেন বলে আদেশ উল্লেখ করা হয়েছে।

গত বছরের ৩ আগস্ট জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলামের মেয়াদ শেষ হয়।

১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা মুজিবুর রহমান গত বছরের সেপ্টেম্বর মাসে ভূমি মন্ত্রণালয়ের সচিব থাকার সময় অবসরে যান। এর আগে তিনি ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।