সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির এক পোস্ট। তারপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং সেটা আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যেই।
অথচ আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ধোনি নিজেও এমন কোনো ইঙ্গিত দেননি। কিন্তু খবর ছড়িয়ে পড়লো বাতাসে। যেটি ছিল ভারতীয় ক্রিকেটে আজকের সবচেয়ে বড় টপিক।
এবার স্বামীকে নিয়ে এমন খবরের প্রতিবাদ জানালেন ধোনির স্ত্রী সাক্ষী সিং। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে ধোনির স্ত্রী লিখেছেন, ‘একেই বলে গুজব!’
আজই ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিখ্যাত জয়ের এক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ভারতের বর্তমান অধিনায়ক কোহলি।
যে ছবিতে কোহলি ক্যাপশন দিয়েছেন, ‘ওই ম্যাচের কথা আমি কখনও ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত। ফিটনেস পরীক্ষার সময় যেভাবে ছুটতে হয়, ওই লোকটা (ধোনি) আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল।’
কোহলির হঠাৎ করা এমন পোস্টে সবাই ধরেই নেন, ধোনির অবসরের ঘোষণা আসছে। না হলে হঠাৎ কেন অগ্রজকে এমন শ্রদ্ধা জানাতে গেলেন ভারতীয় দলপতি?
ধারণা থেকেই ছড়িয়ে পড়ে খবর। এক কান দু’ কান করে চতুর্দিকে। যেটি শোনার পর আকাশ থেকে পড়েছেন ভারতের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ। ৩৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যানের অবসরের খবরটি সত্য কি না? এমন প্রশ্নে প্রসাদ বলেন, ‘না, অবশ্যই নয়। আমি এটা শুনে সত্যিই খুব অবাক হয়েছি।’