দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পেলের আবেগঘন পোস্ট

লেখক:
প্রকাশ: ২ years ago

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন। সত্তর বছর রাজত্ব করার পর বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। রানির মৃত্যুতে তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পেলে দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্মৃতি বিজড়িত ৪টি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথমবার যখন রানি দ্বিতীয় এলিজাবেথকে ব্যক্তিগতভাবে দেখেছিলাম, তখন থেকে আমি তার একজন মহান ভক্ত। ফুটবলের প্রতি ভালোবাসার সাক্ষী হতে ১৯৬৮ সালে তিনি ব্রাজিল এসেছিলেন। সেসময় রানি মারাকানার জাদু দেখতে পেয়েছিলেন।’

ফুটবলের রাজা লেখেন, ‘কয়েক বছর পর রানি দ্বিতীয় এলিজাবেথ উদারভাবে আমাকে যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারে ভূষিত করেন। তার কর্মগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

পেলে আরও লেখেন, ‘এই দুঃখের দিনে আমি এই স্মৃতি ভাগ করে নিচ্ছি। ব্রিটিশ রাজপরিবার ও যুক্তরাজ্যের সব বন্ধুদের কাছে আমার স্নেহের বার্তা এবং প্রার্থনা পাঠাচ্ছি।’

প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জ্যামাইকা, অ্যান্টিগুয়া এবং বারবুডা, বাহামা, বেলিজ, গ্রেনাডা, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্টসহ ১৫টি রাজ্যের রানি হিসেবে ছিলেন।

মারা যাওয়ার আগে তিনি ছিলেন বিশ্বের ইতিহাসের দীর্ঘতম শাসনকারী নারী রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত রাজ্যশাসক, বর্তমানে জীবিত রাজা-রানিদের মধ্যে সর্বাধিক দীর্ঘকাল ধরে শাসনকারী রাজ্যশাসক এবং বর্তমান রাষ্ট্রপ্রধানদের মধ্যে সর্বাধিক প্রবীণ ও দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, রানির মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তার ছেলে চার্লস। তিনি রাজা তৃতীয় চার্লস হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন। বৃহস্পতিবার রাতে এমন ঘোষণাই দেয়া হয়েছে। শিগগিরই শোকহত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দেবেন।