ফুটবলের রাজা লেখেন, ‘কয়েক বছর পর রানি দ্বিতীয় এলিজাবেথ উদারভাবে আমাকে যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারে ভূষিত করেন। তার কর্মগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
পেলে আরও লেখেন, ‘এই দুঃখের দিনে আমি এই স্মৃতি ভাগ করে নিচ্ছি। ব্রিটিশ রাজপরিবার ও যুক্তরাজ্যের সব বন্ধুদের কাছে আমার স্নেহের বার্তা এবং প্রার্থনা পাঠাচ্ছি।’
মারা যাওয়ার আগে তিনি ছিলেন বিশ্বের ইতিহাসের দীর্ঘতম শাসনকারী নারী রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত রাজ্যশাসক, বর্তমানে জীবিত রাজা-রানিদের মধ্যে সর্বাধিক দীর্ঘকাল ধরে শাসনকারী রাজ্যশাসক এবং বর্তমান রাষ্ট্রপ্রধানদের মধ্যে সর্বাধিক প্রবীণ ও দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান।
এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, রানির মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তার ছেলে চার্লস। তিনি রাজা তৃতীয় চার্লস হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিত হবেন। বৃহস্পতিবার রাতে এমন ঘোষণাই দেয়া হয়েছে। শিগগিরই শোকহত নাগরিকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দেবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com