দূর্গাসাগর শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডাকবাংলোর ভিক্তি প্রস্তর স্থাপন ও মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক বরিশাল।

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডাকবাংলোর ভিক্তি প্রস্তর স্থাপন ও মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ, সুজিত হালদার, জেলা প্রাণিসম্পদ অফিসার, ডঃ মোঃ নূরুল আলম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বরিশাল, বিমল চন্দ্র দাস, দুর্গাসাগর নাজির মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দরা দূর্গাসাগর দিঘিতে ২০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) একান্ত প্রচেষ্টায়, দূর্গাসাগর দিঘিতে জেলা পরিষদ বরিশাল এর বাস্তবায়নে দুই তলা বিশিষ্ট শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডাকবাংলোর ভিক্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।