দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১৩১ পদ খালি

লেখক:
প্রকাশ: ৬ years ago

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে বিভিন্ন পদে মোট ১৩১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অধিদফতরের ওয়েবসাইটে (http://www.ddm.gov.bd) ২১ মে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমান সহকারী পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী।

বেতার যন্ত্রচালক পদে ৯ জন প্রার্থীর যোগ্যতা হতে হবে সরকার অনুমোদিত টিএন্ডটি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক পাস।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ৭৯ জনকে। এজন্য আগ্রহীদের যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

গাড়ি চালক পদে নেওয়া হবে ১০ জন। এজন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যত অষ্টম শ্রেণি পাস। অফিস সহায়ক ১৭ এবং নিরাপত্তা প্রহরী নেওয়া হবে  ১৮ জন। তাদের শিক্ষাগত যোগ্যতাও অষ্টম শ্রেণি পাস।

আবেদনকারীর বয়স ২০১৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ১৮ থেকে ৩০ এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা http://ddmr.teletalk.com.bdওয়েবসাইটে প্রবেশ করে ২৪ মে সকাল ১০টা থেকে ২৫ জুন বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।