দাকোপে জনদূর্ভোগের আরেক নাম বাজুয়া -দ্বীগরাজ খেয়াঘাট।

লেখক:
প্রকাশ: ৬ years ago

পাপ্পু সাহা,খুলনাঃ- খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া- দ্বীগরাজ পারাপারের খেয়াঘাটের অবস্থ্যা নাজুক থাকায় জনদূর্ভোগ পোহাচ্ছে সাধারন জনগন। সরজমিনে দেখাযায় বাজুয়া,লাউডোব,কৈলাশগঞ্জ, দাকোপ, বানীশান্তা সহ বিভিন্ন এলাকার কর্মজীবি,ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষের পারাপার এই ঘাট দিয়ে, জনসাধারনের পারাপারের জন্য বাঁশের চালি দিয়ে তৈরি করা হয়েছে লম্বা সাকোঁ।

এই সাকোঁ মাঝে মাঝে হয়ে ওঠে মরন ফাঁদ। তার পাশে তৈরি হয়েছে নতুন ঘাট যেটা এখনো উদ্বোধন হয়নি। স্থানীয় জনের সাথে কথা বলে জানা যায় এখন মরাগোন তাই ভাটায় জল কম হচ্ছে যার কারনে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারন জনগন।

এলাকার বিভিন্ন মানুষের ভাষ্য অনুযায়ী জলদি পারাপারের জন্য রয়েছে আলাদা ট্রলার ঔ পারাপারের জন্য ঘাটে বারতি ৫টাকা গুনতে হয়, আবার পানি ভাটায় সরে গেলে হাটু সমান কাঁদা দিয়ে যেত হয়। নাহলে আবারও গুনতে হয় ৫টাকা। সবমিলে ভাটায় জলদিতে যেতে গেলে সধারন জনগনের নদী পারহতে ৫ টাকার জায়গায় গুনতে হয় ১৫টাকা। ঘাটের একজন শ্রমিকের সাথে কথা হলে তিনি বলেন আমরা যতদুর পারছি চেষ্টা করছি সাঁকো তৈরি করছি দিনদিন নদীতে চরা পরে যাচ্ছে, যার কারনে এই সমস্যা হচ্ছে, আর সাধারন জনগনের উপকারের জন্যই এই জলদি ট্রলার দেওয়া।

আরো জানা যায় কিছুদিন আগে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘাটটির দুইপাড় পরিদর্শন করেছেন। এলাকার সকল শ্রেনীর মানুষের একটাই দাবি ঘাটটি সংস্কার করা হোক কিংবা নতুন ঘাটটি খুলে দেওয়া হোক তা না হলে বাশেঁর তৈরি ঘাট থেকে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।