ঝালকাঠিতে ইয়াবাসহ স্বাস্থ্যকর্মী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

ঝালকাঠিতে ইয়াবা বিক্রিকালে প্রিন্স মল্লিক (৩০) নামের এক স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে শহরের ফায়ারসার্ভিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক প্রিন্স মল্লিক সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রকল্পভুক্ত মাঠকর্মী এবং বাসন্ডা ইউনিয়নের দারাখানা গ্রামের আ. মান্নান মল্লিকের ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া জানান, এএসআই মিঠুন ও তাহের সঙ্গিয় ফোর্স নিয়ে মাদক বিক্রেতাকে গ্রেফতারে ফাঁদ পাতে। ফাঁদের কৌশল অনুযায়ী রোববার দুপুরে প্রিন্স আসে মাদক পৌঁছে দিতে আসে। এ সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

আটক প্রিন্সের বরাত দিয়ে তিনি জানান, স্বাস্থ্যকর্মী প্রিন্স সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী হিসেবে কর্মরত। উপজেলা থেকে ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য সহকারীদের পৌঁছে দিতো। তার নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।