ঝালকাঠিতে ইয়াবা বিক্রিকালে প্রিন্স মল্লিক (৩০) নামের এক স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে শহরের ফায়ারসার্ভিস মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক প্রিন্স মল্লিক সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রকল্পভুক্ত মাঠকর্মী এবং বাসন্ডা ইউনিয়নের দারাখানা গ্রামের আ. মান্নান মল্লিকের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া জানান, এএসআই মিঠুন ও তাহের সঙ্গিয় ফোর্স নিয়ে মাদক বিক্রেতাকে গ্রেফতারে ফাঁদ পাতে। ফাঁদের কৌশল অনুযায়ী রোববার দুপুরে প্রিন্স আসে মাদক পৌঁছে দিতে আসে। এ সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
আটক প্রিন্সের বরাত দিয়ে তিনি জানান, স্বাস্থ্যকর্মী প্রিন্স সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী হিসেবে কর্মরত। উপজেলা থেকে ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য সহকারীদের পৌঁছে দিতো। তার নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com