১৫ মার্চে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বয়স ২৫ বছর পূর্ণ হবে। বর্তমানে তিনি ‘ব্রক্ষাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের জন্য অবস্থান করছেন বুলগেরিয়াতে। তার সঙ্গে আছে ছবিটির পুরো ইউনিটও।
আলিয়ার জন্মদিন বলে কথা। বিদেশের মাটিতেই তাই তাকে চমকে দিতে সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করেছেন সহশিল্পী রণবীর কাপুর এবং পরিচালক আয়ান মূখার্জী। চুপিসারে সব আয়োজনও সম্পন্ন করে ফেলেছেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৫ বছর পূর্ণ হওয়া মানে বিশেষ একটা মাইলফলক ছোঁয়া। আর এই বিশেষ দিবসে আলিয়া যেহেতু দেশ থেকে দূরে আছেন তাই রণবীর ও আয়ান তার দিনটি আনন্দময় করার জন্য বিশেষ কিছু উদ্যোগ নিয়েছেন। যা তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই করেছেন। সবকিছুই করা হয়েছে আলিয়াকে খুশি করতে আর আনন্দ দিতে।
এর আগে আলিয়া জানিয়েছিলেন, মার্চে মাসের পুরোটাই তিনি বুলগেরিয়ায় থাকবেন। করন জোহর প্রযোজিত এবং আয়ান মুখার্জী পরিচালিত ‘ব্রক্ষাস্ত্র’ ছবিটি মুক্তি পাবে আগামী বছর।