চীনের রাজধানী বেইজিং-এ আংশিক লকডাউন জারি করা হয়েছে

লেখক:
প্রকাশ: ৪ years ago

তানভীরুল ইসলাম,চায়না প্রতিনিধি:: চীনে বুধবার বেইজিংয়ের সাতটি সহ মোট ১০৩টি নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
 গত বুধবার নগরীর দক্ষিণে তাশিং জেলার ছয়জন সহ সাতজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এর ফলে তাশিং-এর ১.৬ মিলিয়ন বাসিন্দার উপর বেইজিং ত্যাগের নিষেধাজ্ঞা দেয়া হয়।
 তাশিং এলাকার বাসিন্দাদের মধ্যে যেখানে কোভিড আক্রান্ত  ধরা পড়েছিল তাদের বাড়ির অভ্যন্তরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 প্রতিবেশী হেবেই প্রদেশ সহ এই মহামারীটি আসন্ন চন্দ্র নববর্ষের ছুটির আগে আক্রান্তের সম্ভাব্যতার  জন্য বেইজিংকে উচ্চ সতর্কতায় রেখেছে।
 এদিকে লকডাউনের মধ্যে বিপাকে বেইজিং এ বসবাসরত বাংলাদেশিসহ সকলেই।
লকডাউনের এই পরিস্থিতে সবসময় ঘরের মধ্যেই সময় কাটাতে হচ্ছে। হঠাৎ লকডাউন দেয়ায় খাবার সংগ্রহে না থাকায় হালাল খাবার অনলাইন থেকে সংগ্রহ করাটা একটু কষ্টকর।
তবে বেইজিং সরকারের পক্ষ থেকে ফ্রী করোনা টেস্ট ইভেন্ট চলছে।  বরারের মতো এবারো অতি শীঘ্রই বেইজিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলে সবাই আশা করছে।