
ইশরাত দিপ্তী ( চট্টগ্রাম প্রতিনিধি)ঃ মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেশে বিভিন্ন জায়গা লক-ডাউন,ঠিক তখনি গরিব দিনমজুর মানুষের সেবায় চাঁদপুরের এগিয়ে এসেছে একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীরা । তাদের এই উদ্যোগে তারা ১০৪ টি পরিবারকে ১ সপ্তাহ ত্রানসামগ্রী দেয়। তাদের মূল উদ্দেশ্য ছিলো সমাজের সকলকে নিয়ে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সকলকে সহযোগিতা করা।
ঐশী, জিদান, মেরাজ, লিটু, মেহেদী,আফিকুল, আরমান,ফয়সাল,রাহাত,সিয়াম , মানবিকা, মাইমুনা,টুম্পা,মুমু,অবনী,ফাহিবা এবং শাহেলা মতো স্বপ্নবাজ তরুণ-তরুণীদের উদ্যোগ তা বাস্তবায়ন হয়েছে, তারা কিছুদিন আগেও ৬৫০ পিচ স্যানিটাইজার প্রস্তুত করে তা বিতরণ করেছে চাঁদপুরের বিভিন্ন জায়গা সর্বস্তরের জনগণ মাঝে।
পুরো টিমের এডভাইজর হিসাবে ছিলেন ১০ টাকায় স্বপ্ন যাত্রা সংগঠনের ফাউন্ডার মাহ্দ শিশির। মূলত সকলে এগিয়ে আসলে মোকাবিলা করতে পারবে এই সংকট তার বানী উনি ছড়িয়ে দিতে চান সকলের নিকট। ঐশী,মেরাজ,আফিকুল,মেহে, লিটু,মানবিকার মতো স্বপ্নবাজদের নিয়ে গড়বে একটি সুন্দর চাঁদপুর শহর।