ঘূর্ণিঝড় বুলবু্লের তাণ্ডবে বিচ্ছিন্ন বরিশাল

লেখক:
প্রকাশ: ৫ years ago

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূল অতিক্রম করেছে। তবে ঘূর্ণিঝড়টির কারণে বরিশাল নগরীর ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি নগরবাসী।

প্রবল বৃষ্টি আর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে বরিশাল নগরীর অধিকাংশ এলাকা। গাছ উপড়ে পড়ে বেশকিছু সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাও রয়েছে বিছিন্ন।

বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে সিটি করপোরেশনের মর্টার বন্ধ থাকায় বাসা-বাড়িতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট।

শুধু বিদ্যুৎ, পানি নয় ব্যাহত হচ্ছে বরিশালের মোবাইল নেটওয়ার্ক সেবা। ফলে সস্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বরিশাল।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, রোববার (১০ নভেম্বর) ঘূর্ণিঝড় বুবলবুল আঘাত হানার পর নানা স্থানে গাছপালা পড়ায় বিদ্যুতের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এ কারণে সিটি করপোরেশনসহ বাসা-বাড়ির মর্টার দিয়ে পানি উত্তোলণ সম্ভব হয়নি। এতে খাবার পানির তীব্র সংকট দেখা দেয় পুরো নগরজুড়ে।

রেকর্ড পরিমাণ বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওযায় বরিশাল নগরীর বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে নগরীর ২৪নং ওয়ার্ডের জিয়ানগর, রূপাতলী, চাঁদমারী, রসুলপুর, স্টেডিয়ামের পেছনের অংশ, পাউবো দপ্তরের একাংশ, নবগ্রাম সড়ক, বেলতলা, পলাশপুর, কাশিপুর, কাউনিয়া, শায়েস্তাবাদ ও চরবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।

অপরদিকে নগরীর চাদমারী, পলাশপুর, নবগ্রাম, কাশিপুরসহ বেশকিছু সড়কের গাছ উপড়ে গেছে। বেশকিছু সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।