ঘরমুখো মানুষের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে : মেয়র সাদিক আবদুল্লাহ

:
: ৫ years ago

আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও কোরবানির পশুর বর্জ অপসারন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়ল সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিসিসি মেয়র বলেন- ঈদ উল আজহা উপলক্ষে বরিশাল নগরবাসী এবং ঢাকা থেকে আসা ঘরমুখো মানুষের নিরাপত্তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করার হয়েছে। যাত্রী সেবায় পর্যাপ্ত পরিবহন ব্যবস্থাসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্য মাঠে কাজ করবে।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত উপচার্য, পুলিশ কমিশনারের প্রতিনিধি, বিএম কলেজের অধ্যক্ষসহ ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।