গণিতে ফল বিপর্যযের প্রভাব পড়েছে চট্টগ্রাম বোর্ডের সার্বিক ফলাফলে। যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার সব সূচকে পাসের হার কমেছে।
রোববার দুপুরে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা তিন বিভাগেই পাসের হার কমেছে। বিজ্ঞানে বিভাগে পাসের হার ৯০ দশমিক ০০ শতাংশ। যা গতবছর ছিল ৯২ দশমিক ০৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৮৬ শতাংশ। যা গতবছর ছিল ৮৬ দশমিক ৪৪ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৬০ দশমিক ১৩ শতাংশ। যা গতবছর ছিল ৭৩ দশমিক ৩৬ শতাংশ।
পাসের হার কমার কারণ জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তাওয়ারিক আলম জাগো নিউজকে বলেন, ‘এবার শিক্ষার্থীরা গণিতে তেমন একটা ভালো করেনি। যার প্রভাব বোর্ডের সার্বিক ফলাফলে দেখা যাচ্ছে। এছাড়া বরাবরের মতই এবারও তিন পার্বত্য জেলার ফলাফল তেমন ভালো নয়। তাই এর একটি প্রভাবও রয়েছে।’
তিন পার্বত্য জেলায় গণিতে পাসের হার বিষয়ে তিনি বলেন, ‘রাঙ্গামাটিতে গাণিতে পাসের হার ৭৯ দশমিক ১৮ শতাংশ, খাগড়াছড়িতে ৭২ দশমিক ৫৮ শতাংশ, বান্দরবানে মাত্র ৬৩ দশমিক ৬৭ শতাংশ।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৮৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৭৮৩ জন। এ বছর মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।
চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ। মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৬ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৯ দশমিক ৯৭ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৭৪ দশমিক ২৯, রাঙ্গামাটিতে ৬২ দশমিক ৭২, খাগড়াছড়িতে ৫০ দশমিক ৫২ ও বান্দরবানে পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ।