কেন পারছে না খুলনা, ব্যাখ্যা করলেন মাহমুদউল্লাহ

:
: ৪ years ago

টানা দুই ম্যাচে পরাজয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দলটি হাঁটছে ব্যাকফুটে। রাজশাহীর বিপক্ষে হারের পর আজ চট্টগ্রামের বিপক্ষে ৯ উইকেটের হারের তিক্ত স্বাদ পায় খুলনা।

দলের নেতৃত্বে আছে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার সাকিবও আছেন। জাতীয় দলের বর্তমান স্কোয়াডের ইমরুল, হাসান মাহমুদ, আল-আমিন ও শফিউলকেও দলে ভিড়িয়েছে তারা। আছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম অমিও। অথচ মাঠের পারফরম্যান্স একেবারেই হতশ্রী।

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জিতেছিল একেবারে শেষ ওভারে, আরিফুলের চার ছক্কায়। দলের এমন পারফরম্যান্সে মাহমুদউল্লাহর ব্যাখ্যা, ‘আমরা আমাদের পরিকল্পনা প্রয়োগ করতে পারছি না। ড্রেসিং রুমে যেটা বলছি, সেটা করতে পারছি না। দল হিসেবে আমরা এখনও অনেক ইতিবাচক আছি শক্তভাবে ফিরে আসার জন্য এবং আশা করি পরের ম্যাচে খুব ভালো করতে পারব।’

পাঁচ দলের টুর্নামেন্টে সেরা চারে থাকতে পারলে খেলতে পারবে কোয়ালিফায়ার ম্যাচ। সেদিকে নজর মাহমুদউল্লাহ, সাকিবদের। এজন্য পরের পাঁচ ম্যাচে অন্তত চারটিতেই জয় লাগবে তাদের। এজন্য অতীতের পারফরম্যান্স ভুলতে চান মাহমুদউল্লাহ।

তার ভাষ্য, ‘আমার মনে হয় অতীতের পারফরম্যান্স ভুলে যাওয়া উচিত। চেষ্টা করতে হবে সামনে এগিয়ে যাওয়ার। অবশ্যই ভুলগুলো পুনরায় করা যাবে না।’