টানা দুই ম্যাচে পরাজয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দলটি হাঁটছে ব্যাকফুটে। রাজশাহীর বিপক্ষে হারের পর আজ চট্টগ্রামের বিপক্ষে ৯ উইকেটের হারের তিক্ত স্বাদ পায় খুলনা।
দলের নেতৃত্বে আছে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার সাকিবও আছেন। জাতীয় দলের বর্তমান স্কোয়াডের ইমরুল, হাসান মাহমুদ, আল-আমিন ও শফিউলকেও দলে ভিড়িয়েছে তারা। আছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম অমিও। অথচ মাঠের পারফরম্যান্স একেবারেই হতশ্রী।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি জিতেছিল একেবারে শেষ ওভারে, আরিফুলের চার ছক্কায়। দলের এমন পারফরম্যান্সে মাহমুদউল্লাহর ব্যাখ্যা, ‘আমরা আমাদের পরিকল্পনা প্রয়োগ করতে পারছি না। ড্রেসিং রুমে যেটা বলছি, সেটা করতে পারছি না। দল হিসেবে আমরা এখনও অনেক ইতিবাচক আছি শক্তভাবে ফিরে আসার জন্য এবং আশা করি পরের ম্যাচে খুব ভালো করতে পারব।’
পাঁচ দলের টুর্নামেন্টে সেরা চারে থাকতে পারলে খেলতে পারবে কোয়ালিফায়ার ম্যাচ। সেদিকে নজর মাহমুদউল্লাহ, সাকিবদের। এজন্য পরের পাঁচ ম্যাচে অন্তত চারটিতেই জয় লাগবে তাদের। এজন্য অতীতের পারফরম্যান্স ভুলতে চান মাহমুদউল্লাহ।
তার ভাষ্য, ‘আমার মনে হয় অতীতের পারফরম্যান্স ভুলে যাওয়া উচিত। চেষ্টা করতে হবে সামনে এগিয়ে যাওয়ার। অবশ্যই ভুলগুলো পুনরায় করা যাবে না।’
তিন ম্যাচেই খুলনাকে ভুগিয়েছে তাদের টপ অর্ডার। প্রথম পাঁচজনের কেউই পারেননি দলের প্রত্যাশা মেটাতে। প্রথম ম্যাচে ৭৮ রানে অর্ধেক ব্যাটসম্যান সাজঘরের। দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট পড়েছিল ৫১ রানে। আজ গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে তারা পাঁচ উইকেট হারায় ৫৭ রানে। জয়ে ফিরতে মাহমুদউল্লাহ তাকিয়ে ব্যাটসম্যানদের দিকে।
এদিকে টানা দুই ম্যাচে দুই জয় পাওয়া গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন দলের পারফরম্যান্সে বেশ খুশি। খুলনাকে উড়িয়ে তিনি বলেন, ‘দল হিসেবে আমরা যেভাবে খেলছি সেটা খুবই ইম্প্রেসিভ। আমি খুব খুশি সব বোলার দুই ম্যাচেই তিন জন ব্যাটসম্যান ব্যাটিং করেছে। তারা তাদের কাজটা করেছে ঠিকভাবে। সবাই ভালো অবস্থানে আছে। তারা সবাই তাদের কাজটা জানে। আমি বিশ্বাস করি যখন সময় আসবে তখন তারা তাদের কাজটা করবে।’
চট্টগ্রামের দ্বিতীয় জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান। ৫ রানে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট থাকলেও সামনে আরো ভালো করতে মুখিয়ে আছেন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com