কুড়িগ্রামে সাংবাদিককে কারাদন্ড, বরিশালে সাংবাদিকদের প্রতিবাদী মানববন্ধন

:
: ৪ years ago

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে বাসা থেকে তুলে নিয়ে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার বিরুদ্ধে এবং এ ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক বিচারের আওতায় আনার দাবীতে বরিশালে প্রতিবাদী মানববন্ধন করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

 

রবিবার (১৫মার্চ) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের সভাপতি সুশান্ত ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকøাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোশিয়েশনের সভাপতি হুমায়ন কবির, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, যুগন্তর ও এনটিভির ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোশিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকার, একাত্তর টিভির ব্যুরো প্রধান বিধান সরকার, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, বাসদ নেত্রী মনিষা চক্রবর্তী সহ অন্যান্যরা।

 

এসময় বক্তরা সারা দেশে সকল সাংবাদিক নির্যাতনেরও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ বিচারের দাবী জানায়।

 

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।