কুমিল্লায় ঘরে গাছ পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২ years ago

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় কুমিল্লায় একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নিজাম উদ্দিন, তার স্ত্রী ও কন্যাশিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

তিনি বলেন, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝোড়ো হাওয়ায় একটি গাছ নিজামের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নেজাম ও তার স্ত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু নুসরাতকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।