দলবদলের মৌসুম শুরু হওয়ার আগে থেকেই আলোচনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনহো। বার্সেলোনা তাকে ছেড়ে দিতে চায়। কিন্তু তার জন্য ব্যয় করতে হবে অনেক অর্থ। ইংলিশ প্রিমিয়ার লিগের দলেরই অতো বেশি অর্থ ব্যয়ে তাকে দলে টানার সামর্থ্য আছে। ইংলিশ ক্লাবই এখনও ছুটছে তার পেছনে।
ধারণা করা হচ্ছে বার্সেলোনার সঙ্গে আর্সেনালের চুক্তি হয়ে গেছে। এক বছরের জন্য ধারে গানারদের হয়ে খেলবেন তিনি। ফ্রান্সের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মিরর চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। কুতিনহোকে ধারে দিলেও বার্সা কিছু অর্থ পাবে। বেতনের টাকাটাও বার্সার দিতে হবে না।
কুতিনহো দুই মৌসুম আগে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে বার্সেলোনায় যান। লিভারপুল কোচ জার্গেন ক্লপ তাকে খুব করে ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু কুতিনহো গো ধরে বসে থাকেন তিনি স্বপ্নের ক্লাব বার্সায় যাবেনই। পরে রের্ডক দামে বার্সেলোনা দলে নেয় তাকে। আন্দ্রেস ইনিয়েস্তা ক্লাব ছাড়ায় তার জায়গা পূরণে একজনকে দরকার ছিল বার্সার।
কুতিনহো প্রথম মৌসুমে সেটা ভালোভাবেই পূরণ করেন। কিন্তু পরের মৌসুমে বিবর্ণ ছিলেন তিনি। তাকে তাই আবার বেচে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা। দামি এই ফুটবলারকে কিনতে ম্যানইউ, পিএসজি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত এগোয়নি। দল বদলের বাজার বন্ধ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত বেঞ্চে বসিয়ে রেখে বেতন না দিয়ে তাই ব্রাজিলিয়ান তারকাকে বার্সেলোনা ধারে আর্সেনালে পাঠিয়ে দিচ্ছে বলে খবর।
এর আগে আর্সেনাল কোচ উনাই এমেরি বলেন, কুতিনহো দারুণ ফুটবলার। কিন্তু তাকে কেনার কোন চিন্তাই আমরা করিনি। পরে অবশ্য শোনা যাচ্ছে, আর্সেনাল এই তারকাকে দলে নিতে আগ্রহী। ওদিকে টটেনহ্যাম চোখ রাখছে কুতিনহোর দিকে। তারা এরই মধ্যে দিবালাকে কেনার ব্যাপারে জুভেন্টাসের সঙ্গে একমত হয়েছে। তবে এখনও চুক্তি সম্পন্ন হয়নি। স্পার্সরা এরিকসনকে বেচে দিয়ে কুতিনহোকে কিনতে চায় বলে খবর। এরিকসনকে কিনতে ম্যানইউ আগ্রহী ছিল। কিন্তু তারা আগ্রহ কমিয়ে এনেছে।