কিশোরগঞ্জে নকল জুস কারখানায় অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ২ years ago

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নকল জুস কারখানায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাটিয়াদী গ্রামে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

 

তানিয়া আক্তার বলেন, গোপন তথ্যে জানতে পারি, সাটিয়াদী গ্রামে মহসিন মিয়া তার কারখানায় নকল জুস তৈরি করছেন। এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে দেখতে পাই, আল-মদিনা ফ্রুটি জুসের লেবেল ব্যবহার করে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে কোনো কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নকল জুস তৈরি করা হচ্ছে। জুসে স্যাকারিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযানে জুসসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরে তা সবার সামনে ধ্বংস করা হয়। এ ঘটনায় কারখানা মালিক মহসিনকে ৭০ হাজার অর্থদণ্ড করে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে এসব খাদ্যপণ্য ব্যবহারে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান তিনি।