করোনা নিয়ে নাটক

লেখক:
প্রকাশ: ৫ years ago

ফজলে রাব্বী খান::  ০১.ভাইরাস:আইছি, দুনিয়ায় আবার।
০২.পৃথিবী:কত বছর পর আইছো মিয়া?
০৩.ভাইরাস:১০০ বছর পর ।
০৪.পৃথিবী:তুমি শত বছর পর পর কেন আস মিয়া
০৫.ভাইরাস:পৃথিবী যখন ময়লায় আচ্ছাদন হয় তখন তা পরিষ্কার করতে আল্লাহ আমাকে পাঠায়।গত ১০০০ বছর ধরে আমি বিভিন্ন নামে আসছি দেখ না?কোন সময় প্লেগ, কোন সময় কলেরা,কোন সময় নিউমোনিয়া
০৬.পৃথিবী: এবার কী নামে এসেছ?
০৭.ভাইরাস:করোনা
০৮.পৃথিবী:এর মানে কী?
০৯.ভাইরাস:কইরো নাগো আর অন্যায়
১০.পৃথিবী:কী অন্যায়?
১১.করোনা:কোথায় হচ্ছে না বল।সৃষ্টির শ্রেষ্ঠ আদম সন্তানই তো আজ সবচেয়ে অধম
১২.মানুষ:করোনা আর কত দিন জ্বালা দিবা
১৩.করোনা:তোমরা নিজেরা নিজেগো যেদিন জ্বালা দেওয়া বন্ধ করবা?
১৪.মানুষ:মানে আমরা কী করছি?
১৫. করোনা :কেন মনে পড়ছে না সিরিয়ার সেই নিষ্পাপ শিশুর কথা ।যে মানুষ আগে বলে গেছিলো বলে দিব আমি সব আল্লাহকে ।মনে পরে না দুনিয়ায় তোমরা তোমাদের স্বজাতি দুবল লোকদের উপর কিনা অত্যাচার করেছ।ভুলে গিয়েছ তোমরা সেই সব ইয়াতিমের কথা যাদের সম্পদ তোমরা মেরে খেয়েছ,ভুলে গিয়েছ সেই সব দুবল লোকদের সম্পদ তোমরা মেরে খেয়েছ যারা শুধু কেদে গিয়েছে কিন্তু তাকিয়ে দেখা ছাড়া তাদের কোন উপায় ছিল না।ভুলে গিয়েছ যুদ্ধে নিরপরাধ মানুষকে হত্যার কথা
১৬.মানুষ :করোনা, যারা আপরাধ করেছে তাদের তুমি শাস্তি দেও ।কিন্তু যারা করেনাই তাদের কে কেন শাস্তি দেও।ও পিপড়া কামর দিল ।এক লাথি মেরে সবকয়টাকে শেষ করতে আছি শেষ ।
১৭ . করোনা :দেখ একটু আগে তোমাকে কয়টি পিপড়া কামর দিছে??
১৮.মানুষ :২/৩ টি।
১৯ .করোনা :কিন্তু তুমি যে পুরো পিপড়ার দলকেই মারলে।ঠিক তেমনি আমিও ভাল খারাপ সবাইকেই মারি আল্লাহর হুকুমে।কারন অপরাধ করা যেমন অন্যায় অপরাধ দেখে চুপ করাও তেমনি অন্যায় ।
২০ . মানুষ :তাহলে ভাল মানুষের পুরষ্কার কী?
২১.করোনা:তা আল্লাহ তাকে তার কমের ফল অবশ্যই দিবেন
২২.মানুষ:আল্লাহ কার ডাকে তোমাকে পাঠিয়েছে ?
২৩.করোনা:পাগলের ডাকে
২৪.মানুষ:পাগল😮!কিন্তু, কেন?
২৫.পাগল:হা।আমি নালিশ দিছি গো।
২৬.মানুষ:কিন্তু কেন? তুমি ও তো আমাদের মতই মানুষ ।
২৭.পাগল:ছিলাম ।এখন মানুষ না পাগল ।যা করেছ তোমরা ।
২৮.মানুষ:আমিও তোমাদেরই মতন স্বাভাবিক ছিলাম।সদাহাৎস উজ্জ্বল ছিলাম ।কিন্তু তোমরা মানুষ রূপি কিছু জানোয়ার ।আমি আমার পরিবারকে মেরেছে ।পথে নামাইয়া দিছে ।১১ বছর মানসিক যন্ত্রনা দিয়ে পাগল বানাইছোছ ।যারা সমাজের ভাল মানুষ তারাও অবহেলিত করেছে ।দুর্বল ,এতিম সবাই একদিন ঠিক হবে কিন্তু আমি আর ঠিক হব না।আমার ঐতিহ্যবাহী বংশ আজ শেষ, আমার পরিবার শেষ ।আল্লাহ তোমাদের পাপীদের শেষের জন্য পাঠিয়েছেন করোনা কে ।আর একজন আছে আমার দলে??
২৯.মানুষ:কে?
৩০.পাগল:প্রকৃতি
৩১..ভাইরাস:আইছি, দুনিয়ায় আবার।

৩২.পৃথিবী:কত বছর পর আইছো মিয়া?
৩৩.ভাইরাস:১০০ বছর পর ।
৩৪.পৃথিবী:তুমি শত বছর পর পর কেন আস মিয়া
৩৫.ভাইরাস:পৃথিবী যখন ময়লায় আচ্ছাদন হয় তখন তা পরিষ্কার করতে আল্লাহ আমাকে পাঠায়।গত ১০০০ বছর ধরে আমি বিভিন্ন নামে আসছি দেখ না?কোন সময় প্লেগ, কোন সময় কলেরা,কোন সময় নিউমোনিয়া
৩৬.পৃথিবী: এবার কী নামে এসেছ?
৩৭.ভাইরাস:করোনা
৩৮.পৃথিবী:এর মানে কী?
৩৯.ভাইরাস:কইরো নাগো আর অন্যায়
৪০.পৃথিবী:কী অন্যায়?
৪১.করোনা:কোথায় হচ্ছে না বল।সৃষ্টির শ্রেষ্ঠ আদম সন্তানই তো আজ সবচেয়ে অধম
৪২.মানুষ:করোনা আর কত দিন জ্বালা দিবা
৪৩.করোনা:তোমরা নিজেরা নিজেগো যেদিন জ্বালা দেওয়া বন্ধ করবা?
৪৪.মানুষ:মানে আমরা কী করছি?
৪৫. করোনা :কেন মনে পড়ছে না সিরিয়ার সেই নিষ্পাপ শিশুর কথা ।যে মানুষ আগে বলে গেছিলো বলে দিব আমি সব আল্লাহকে ।মনে পরে না দুনিয়ায় তোমরা তোমাদের স্বজাতি দুবল লোকদের উপর কিনা অত্যাচার করেছ।ভুলে গিয়েছ তোমরা সেই সব ইয়াতিমের কথা যাদের সম্পদ তোমরা মেরে খেয়েছ,ভুলে গিয়েছ সেই সব দুবল লোকদের সম্পদ তোমরা মেরে খেয়েছ যারা শুধু কেদে গিয়েছে কিন্তু তাকিয়ে দেখা ছাড়া তাদের কোন উপায় ছিল না।ভুলে গিয়েছ যুদ্ধে নিরপরাধ মানুষকে হত্যার কথা
৪৬.মানুষ :করোনা, যারা আপরাধ করেছে তাদের তুমি শাস্তি দেও ।কিন্তু যারা করেনাই তাদের কে কেন শাস্তি দেও।ও পিপড়া কামর দিল ।এক লাথি মেরে সবকয়টাকে শেষ করতে আছি শেষ ।
৪৭ . করোনা :দেখ একটু আগে তোমাকে কয়টি পিপড়া কামর দিছে??
৪৮.মানুষ :2/3 টি।
৪৯ .করোনা :কিন্তু তুমি যে পুরো পিপড়ার দলকেই মারলে।ঠিক তেমনি আমিও ভাল খারাপ সবাইকেই মারি আল্লাহর হুকুমে।কারন অপরাধ করা যেমন অন্যায় অপরাধ দেখে চুপ করাও তেমনি অন্যায় ।
৫০ . মানুষ :তাহলে ভাল মানুষের পুরষ্কার কী?
৫১.করোনা:তা আল্লাহ তাকে তার কমের ফল অবশ্যই দিবেন
৫২.মানুষ:আল্লাহ কার ডাকে তোমাকে পাঠিয়েছে ?
৫৩.করোনা:পাগলের ডাকে
৫৪.মানুষ:পাগল😮!কিন্তু, কেন?
৫৫.পাগল:হা।আমি নালিশ দিছি গো।
৫৬.মানুষ:কিন্তু কেন? তুমি ও তো আমাদের মতই মানুষ ।
৫৭.পাগল:ছিলাম ।এখন মানুষ না পাগল ।যা করেছ তোমরা ।
৫৮.মানুষ:আমিও তোমাদেরই মতন স্বাভাবিক ছিলাম।সদাহাৎস উজ্জ্বল ছিলাম ।কিন্তু তোমরা মানুষ রূপি কিছু জানোয়ার ।আমি আমার পরিবারকে মেরেছে ।পথে নামাইয়া দিছে ।11 বছর মানসিক যন্ত্রনা দিয়ে পাগল বানাইছোছ ।যারা সমাজের ভাল মানুষ তারাও অবহেলিত করেছে ।দুর্বল ,এতিম সবাই একদিন ঠিক হবে কিন্তু আমি আর ঠিক হব না।আমার ঐতিহ্যবাহী বংশ আজ শেষ, আমার পরিবার শেষ ।আল্লাহ তোমাদের পাপীদের শেষের জন্য পাঠিয়েছেন করোনা কে ।আর একজন আছে আমার দলে??
৫৯.মানুষ:কে?
৬০.পাগল:প্রকৃতি
৬১.প্রকৃতি :হা মানুষ ।রাসায়নিক অস্ত্র, পরমাণু বোমা, আমাজান ধ্বংস করে আজ প্রকৃতি ও জন্তুদের করেছ বিপন্ন ।তাইতো করোনা এসে আবার সব ঠিক করলো ।বুজ মজা মানুষ, কষ্ট কী জিনিস ।
৬২ মানুষ :আমরা অনুতপ্ত ।কিন্তু তুমি থাকবা কয় দিন??
৬৩.করোনা:এযাবৎ কালে আমি যতবার এসেছি ততবার মানুষের বড় অংশ নিয়ে গেছে।যাতে তারা অনুতপ্ত হয়।
৬৪.পাগল ও প্রকৃতি:সবাই আজ অখুশি হলেও আমরা আজ মহাখুশি
৬৫.মানুষ:পাগল তুমি নিজেও তো করোনায় আক্রান্ত বা মারা যেতে পার
৬৬.পাগল:আমিই প্রথম করোনা আনছি দুনিয়ায়
৬৭.মানুষ:তাইলে তো তুমিও মরবা?
৬৮.পাগল:আমিতো মরাই আমার তো হারানোর কিছুই নাই ।তোমরা এখন বুঝবা যন্ত্রণা কী জিনিস ।
৬৯.পৃথিবী:মানুষ তোমার তোমাদের নিজেদের কারনেই

ধ্বংসের শিকার ।সৃষ্টিকতাকে স্মরণ কর তিনি তোমাদের রক্ষা করবেন ।
৭০. মানুষ:হ ।আমরা আল্লাহর নামে বলছি ঠিক হয়ে যাব।তৈরী করবো নতুন এক পৃথিবী।

—-ফজলে রাব্বী খান