করোনার নতুন ভ্যারিয়েন্ট ক্ষতিকর নয়, ছড়ায় বেশি: স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ২ years ago

করোনার নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এটি ছড়ায় বেশি।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে কিন্তু চলে যায়নি। যারা চীন বা অন্য দেশ থেকে আসেন, তাদের যেন এন্টিজেন্ট টেস্ট করা হয়- তার ব্যবস্থা আমরা নিয়েছি।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমরা হাসপাতালগুলো তৈরি রেখেছি। চীন থেকে আসা কিছু লোকের দেহে করোনার উপসর্গ পেয়েছি। কী ধরনের ভ্যারিয়েন্ট, তা জানতে সময় লাগবে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ভাইরাসমুক্ত না হওয়া পর্যন্ত তারা আইসোলেশনেই থাকবেন।’