কবি বিপ্লব গোস্বামীর কবিতা “এলো নির্বাচন”

লেখক:
প্রকাশ: ৪ years ago

          এলো নির্বাচন

         বিপ্লব গোস্বামী

দেশে আবার এলো নির্বাচন
প্রার্থী এবার বহু জন;
কেউবা নতুন নেতা হবে
কারো আবার হবে পতন।

একই মুন্দ্রার ওপার এপার
সব দলেরই এক নীতি ;
স্বার্থের লোভে সব নেতাই
বদলে ফেলে  নিজের স্থিতি।

  মিষ্টি কথায় মিথ‍্যা ভাষে
মিথ‍্যা স্বপ্নে প্রতারণা ;
ছল-চাতুরী-ভেলকি-ফন্দি
সব নেতারই আছে জানা।

জাতের নামে  ধর্মের নামে
ভোট আদায়ের করে ফন্দি ;
নয়তো টাকায় ভোট বিনিময়
রিগিং করে বাক্সবন্দী।

সব নেতাই পারদর্শী ভাই
জানে নানা রকম কায়দা ;
জিতলে পরে উসুল করে
সুদাসলে তাদের ফায়দা।

কথায় কথায় প্রতিশ্রুতি আর
মিষ্টি কথার ফুলঝুড়ি ;
মসনদ পেলে রাজ সুখেতে
প্রজার কথা যায় ভুলি।