টাকার অভাবে উজবেকিস্তান যাওয়াই অনিশ্চিত ছিল খুদে দাবাড়ু ওয়ারসিয়া খুশবুর। শেষ পর্যন্ত বিট মাসকট নামের একটি প্রতিষ্ঠান এগিয়ে আসে ৭ বছরের এই প্রতিভাবান দাবাড়ুর সহায়তায়। ১ লাখ ৬০ হাজার দিয়ে খুশবুর যাওয়ার ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি।
সেই খুশবুই উজবেকিস্তান গিয়ে খুশবু ছড়িয়েছেন এশিয়ান স্কুল (অনূর্ধ্ব-৭) দাবায়। তিনটি ইভেন্টে অংশ নিয়ে দুটিতে চ্যাম্পিয়ন ও একটিতে রানারআপ হয়েছেন বাংলাদেশের এই খুদে দাবাড়ু।
উজবেকিস্তানের তারখন্দে অনুষ্ঠিত এই স্কুল দাবায় অংশ নিয়েছিল ১৬টি দেশ। এর মধ্যে খুশবুর ইভেন্টে ছিল ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, শ্রীলংকা ও উজবেকিস্তানের প্রতিযোগি। তাদের পেছনে ফেলে বাংলাদেশের নাম ছড়িয়েছেন তিনি।
এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু স্ট্যান্ডার্ড ইভেন্টের অনূর্ধ্ব-৭ বিভাগে ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখিয়েছেন।
এর আগে খুশবু র্যাপিড ইভেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ব্লিডস ইভেন্টেও তার শিরোপা জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত রানারআপ হয়েছেন ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়ে।