এভারেস্টের চূড়ায় মেসি

লেখক:
প্রকাশ: ৭ years ago

ভক্তদের ভালোবাসার নিদর্শন বিশ্বজুড়ে প্রায়ই দেখা যায়। কাউকে আইডল মেনে তার মতো করে চুল রাখা, তার মতো ট্যাটু আঁকা ইত্যাদি বিশ্বজুড়ে অহরহ দেখা যাচ্ছে। এবার মেসিও এমন পাগলাটে ভক্তের খোঁজ পেলেন। নেপালের মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে এক মেসি ভক্ত মেসির আর্জেন্টিনার নাম নম্বর সম্বলিত জার্সিসহ ছবি তোলে সেটি পোস্ট করতেই হৈচৈ পড়ে যায় পুরো বিশ্বে।

চীনা নাগরিক দান জেনলুউবো। গত ১৮ মে ৮৮৪৮ মিটার উঁচু নেপালের মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। সেখানেই মেসির আর্জেন্টিনার জার্সি নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তারপরই আলোচিত হন তিনি। আলোচনা এতদূর পর্যন্ত গড়ায় যে স্বয়ং মেসি পর্যন্ত সেটি আঁচ করতে পারেন। তাই নিজের এমন পাগল ভক্তকে ধন্যবাদ এবং সম্মান জানাতে ভুললেন না আর্জেন্টিনার বর্তমান সময়ের সেরা এই ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসি জেনলুউবোর ছবি পোস্ট করে লিখেন, ‘মাউন্ট এভারেস্ট জয় করার জন্য ধন্যবাদ দান জেনলুউবো। এটা অসাধারণ এক অর্জন। সেখানে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে।’

সশরীরে না হোক অশরীরে হলেও এভারেস্টের চূড়ায় উঠলেন মেসি।