এজিএফবি এওয়ার্ড পাচ্ছেন বরিশালের ছেলে এস,আই, শফিক

লেখক:
প্রকাশ: ৭ years ago
এজিএফবি এওয়ার্ড পাচ্ছেন বরিশালের ছেলে এস,আই, শফিক

আগামী ২৪ অক্টোবর ঢাকা জাতীয় জাদুঘর মিলনায়তন অনুষ্ঠিত হতে যাচ্ছে এজিএফবি এওয়ার্ড ২০১৭.  এ আয়োজনে  চলচ্চিত্র, নৃত্য ও সংগীত বিভাগ ক্যাটেগরিতে স্টার এওয়ার্ড দেওয়া হবে। এজিএফবি ১০ম আর্টিস্ট জারনালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ নাচের ক্যাটেগরি তে স্টার এওয়ার্ড পাচ্ছেন বরিশালের কৃতি সন্তান ও আন্তর্জাতিক নৃত্য শিল্পী এস.আই শফিক । এস.আই শফিক নৃত্য জগতে অন্যতম নাম। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে কুড়িয়েছে সুনাম।

অার্থটাইমস্ ২৪ ডটকম পরিবারের এর পক্ষ থেকে তার জন্য রইল অবিরত শুভ কামনা।

Image may contain: 8 people, people smiling, people standing

Image may contain: 6 people, people smiling