ঈদের শুভেচ্ছায় ওজিল-সালাহ থেকে রিয়াল-বার্সেলোনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

ঈদের ছোঁয়া লেগেছে ইউরোপীয় ফুটবলেও। ইউরোপের বড় ক্লাবগুলো মুসলিম সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত। শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা খেলোয়াড়ও।

ফরাসি ফুটবলার পল পগবা বিশ্বকাপ জয়ের পর সতীর্থ বেঞ্জামিন মেন্দি ও স্টিভ মাঁদানদার সঙ্গে সেজদা করেছিলেন মাঠে। সেই ছবিটাই ব্যবহার করেছেন তিনি টুইটারে। সঙ্গে লিখেছেন, ঈদ মোবারক। পগবা, মেন্দি ও মাঁদানদা তিনজনই মুসলিম।

আর্সেনাল তারকা মেসুত ওজিল ধর্মপ্রাণ হিসেবেই পরিচিত। মাঠেও ম্যাচ শুরুর আগে মোনাজাত করেন। সে রকমই একটি ছবি ব্যবহার করে ওজিল লিখেছেন, ‘আজকে যাঁরা ঈদ পালন করছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা।’ লিভারপুল তারকা মোহামেদ সালাহও টুইট করেছেন, ‘সবাইকে ঈদ মোবারক’।

শুধু খেলোয়াড়েরা নন, ক্লাবগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বার্সেলোনা আরবিতে ঈদ মোবারক লেখা ছবি দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের জানিয়েছে ঈদের শুভেচ্ছা।