ঈদের ছোঁয়া লেগেছে ইউরোপীয় ফুটবলেও। ইউরোপের বড় ক্লাবগুলো মুসলিম সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত। শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা খেলোয়াড়ও।
ফরাসি ফুটবলার পল পগবা বিশ্বকাপ জয়ের পর সতীর্থ বেঞ্জামিন মেন্দি ও স্টিভ মাঁদানদার সঙ্গে সেজদা করেছিলেন মাঠে। সেই ছবিটাই ব্যবহার করেছেন তিনি টুইটারে। সঙ্গে লিখেছেন, ঈদ মোবারক। পগবা, মেন্দি ও মাঁদানদা তিনজনই মুসলিম।
আর্সেনাল তারকা মেসুত ওজিল ধর্মপ্রাণ হিসেবেই পরিচিত। মাঠেও ম্যাচ শুরুর আগে মোনাজাত করেন। সে রকমই একটি ছবি ব্যবহার করে ওজিল লিখেছেন, ‘আজকে যাঁরা ঈদ পালন করছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা।’ লিভারপুল তারকা মোহামেদ সালাহও টুইট করেছেন, ‘সবাইকে ঈদ মোবারক’।
শুধু খেলোয়াড়েরা নন, ক্লাবগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছে। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বার্সেলোনা আরবিতে ঈদ মোবারক লেখা ছবি দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের জানিয়েছে ঈদের শুভেচ্ছা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com