ই-কমার্সে অবৈধ ডিজিটাল আইটেম বিক্রি নয়

লেখক:
প্রকাশ: ২ years ago

নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন্সের সাবসক্রিপশন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। এসব বিক্রিতে মূল সেবাদাতা প্রতিষ্ঠানের অনুমতিও নেওয়া হচ্ছে না। ফলে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মুনাফা হাতছাড়া হচ্ছে।

বিষয়টি নজরে আসার পরপরই ই-কমার্সে এ ধরনের ব্যবসা বন্ধে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এর বিক্রেতাকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এর মূল্য বিদেশে পাঠানো না হলে এ ধরনের ব্যবসা বিদেশি মুদ্রায় লেনদেন নীতিমালা লঙ্ঘন হবে। এ ধরনের পেমেন্টের ক্ষেত্রে ভ্যাট ও করের বিষয় রয়েছে।

একই সঙ্গে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য বিদেশি মুদ্রায় কোনো ডিজিটাল আইটেম কেনা হলে তা ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির বিষয়েও নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, অনেক স্থানীয় ব্যবসায়ী বিদেশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবসক্রিপশন কিনে তা আবার ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করেন, যা বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।