বরিশাল কোর্ট রিপোর্টাস ইউনিটির ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৬ years ago

অবশেষে আত্মপ্রকাশ করেছে বরিশাল কোর্ট রিপোর্টার্স ইউনিটি। আজ সোমবার বিকাল ৫টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি আত্মপ্রকাশ করে। আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সকল সদস্য। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয় দৈনিক কীর্তণখোলা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার অপু রয়কে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বরিশাল প্রতিদিন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ফাহিম ফিরোজ। এছাড়া কমিটির সহ-সভাপতি পদে দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ.কে সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার তন্ময় তপু, সাংগঠনিক সম্পাদক দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মেহরাজ রাব্বি, কোষাধ্যক্ষ দৈনিক কীর্তণখোলা পত্রিকার ফটো সাংবাদিক জুয়েল রানা, দপ্তর সম্পাদক দৈনিক পরিবর্তন’র রাতুল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক বরিশাল প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক কামরুজ্জামান জুয়েল রানা, সিনিয়র সদস্য দখিনের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমাইয়া জিসান ও দৈনিক দেশ জনপদ পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ বাবুকে নির্বাচিত করা হয়।

কমিটির সাধারণ সদস্য পদে রয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ’র মুসফিক সৌরভ, বরিশাল ক্রাইম নিউজ’র খন্দকার রাকিব, নিউজ বরিশাল’র নেয়ামুল ইসলাম মুনিম, দৈনিক আমাদের বরিশাল’র আরিফ হোসেন, দৈনিক বিপ্লবী বাংলাদেশ’র শাহ্ জালাল, দৈনিক পাঠকের সংবাদ’র খান মনিরুজ্জামান, দৈনিক শাহনামা’র সুমন হোসেন, দৈনিক বরিশালের কণ্ঠ’র আদনান অলি, দৈনিক বরিশাল অঞ্চল’র ধ্রুব দে শুভ, দৈনিক ন্যায় অন্যায়’র পাভেল ফেরদৌস ইমন ও দৈনিক সাহসী বার্তা’র মেহেদী হাসান শাওন। এ কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। এরপর গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিটি গঠন শেষে সদস্যরা বরিশাল কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর এ বছর জানুয়ারী মাসে নির্বাচনের নির্ধারিত সময়সীমা ছিল। কিন্তু কমিটির সভাপতি সবকিছুকে পাস কাটিয়ে কোন ধরনের নির্বাচন দিতে সম্মতি না হওয়ায় আদালতে কর্মরত পেশাদার সাংবাদিকরা নতুন সংগঠন গড়ে তোলেন।