ইনজুরিতে ব্রাজিলের রেনাতো আগুস্তো

লেখক:
প্রকাশ: ৭ years ago

ব্রাজিলের মিডফিল্ডার রেনাতো আগুস্তো হাঁটুর ইনজুরিতে পড়েছেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। ব্রাজিল দল ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে। সেখান টটেনহ্যামের মাঠে অনুশীলন করেছে তিতের শিষ্যরা। ওই অনুশীলনে চোটে পড়েছেন ব্রাজিল মিডফিল্ডার আগুস্তো।

বিশ্বকাপের দলে থাকতে কোন বাঁধা নেই তার। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে লিভারপুলের অ্যানফিল্ডে মাঠে নামতে পারবেন না তিনি। বুধবার অনুশীলনের সময় তিনি হাঁটুর ব্যাথা অনুভব করেন। এরপর তার প্রাথমিক অবস্থা দেখে চলতি সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে।

ব্রাজিলের এই ৩০ বছর বয়সী মিডফিল্ডার দলকে বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে দারুণ ভূমিকা রেখেছেন। তবে তিতের অধীনে বিশ্বকাপের জায়গা পাওয়া তার জন্য কঠিন হবে। তিতে তার জায়গায় ফিলিপে কৌতিনহোকে খেলাতে পারেন। এছাড়া ম্যানসিটির ফার্নান্দিনহো এবং শাখতার দোনেস্কের ফ্রেড দলে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে আছেন।

ব্রাজিল আগামী ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। এরপর ৮ জুন পর্যন্ত টটেনহ্যামে অনুশীলন করবে তিতের শিষ্যরা। তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেকাওরা। ওই দুই প্রস্তুতি ম্যাচ থেকে বিশ্বকাপের খোরাক জোগাবে ব্রাজিল।