সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সিঙ্গাপুর হবো কেনো। আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়াকে ফেলে আরও এগিয়ে যেতে চাই। কথায় কথায় সিঙ্গাপুর বানাবো, হংকং বানাবো, মালয়েশিয়া বানাবো এটা এক ধরনের হীনমন্যতা।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য রহিম উল্লাহ’র সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ শতাংশ। আমাদের বৈদেশিক রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের বেশি। পাকিস্তানের রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার। পাকিস্তান আমাদের অনেক পেছনে।
মন্ত্রী বলেন, আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করবো। আমরা পদ্মা সেতু করছি নিজস্ব অর্থায়নে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সোনালি ফসল। আমাদের ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা আছে। বাংলাদেশ কেন সিঙ্গাপুর হবে? কেনো বলবো মালয়েশিয়া হবে। আমরা বাংলাদেশ হবো, সমৃদ্ধ বাংলাদেশ।